E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফে ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

২০১৭ জুলাই ৩০ ১৪:৪০:২৫
টেকনাফে ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার পৃথক দু’লবণ মাঠ এলাকা থেকে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রবিবার সকালে সাবরাং লাফারগুনা লবণের মাঠ ও শনিবার দিবাগত রাতে খারাংখালী লবণের মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, রবিবার সকালে সাবরাং লাফারগুনার লবণের মাঠ দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফে ঢুকছে বলে খবর পায় বিজিবি। এমন সংবাদে বিজিবির হাবিলদার মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম লবণের মাঠে অবস্থান নেন। চারটি বস্তা মাথায় নিয়ে চার পাচারকারী হেটে আসছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তাগুলো থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১২ কোটি ৯০ লাখ টাকা।

তিনি আরও জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে হ্নীলার খারাংখালি লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার খবর পায় বিজিবি। এতে ২ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে যায়। টহলদল মাঠের এক পাশে অবস্থিত গাছের আড়ালে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ৩-৪ জন লোক একটি ব্যাগ হাতে মাঠ দিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে লোকগুলো হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহলদল ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তা ধ্বংস করা হবে বলে জানান বিজিবির সিও।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test