E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে নতুন সদস্য সংগ্রহ অভিযানে আবারো বাধা, লাঠিচার্জ, আটক ৪

২০১৭ জুলাই ৩০ ২০:৪৭:৩০
ফরিদপুরে নতুন সদস্য সংগ্রহ অভিযানে আবারো বাধা, লাঠিচার্জ, আটক ৪

আহম্মদ ফিরোজ, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে বিএনপির নতুন সংগ্রহ উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে আবারো বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে ধলার মোড়ে সভাস্থলে যেতে না পেরে বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের নেতৃত্বে টেপাখোলা বেড়িবাঁধের মোড়ে পথসভা করতে গেলে পুলিশ সেখানেও  বাধা দেয় এবং সেখানে সাধারণ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ছাত্রদলের ৪ কর্মীকে আটক করে। পুলিশের এই আচরণকে ন্যাক্কারজনক উল্লেখ করে এসময় কামাল ইবনে ইউসুফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকারের এই আচরণ প্রমাণ করে সহায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না।

জানা গেছে, রবিবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ডিক্রিরচরের ধলার মোড়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত এক সভায় অংশ নিতে যান অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। পথিমধ্যে টেপাখোলা বেড়িবাঁধের মোড়ের নিকট গেলে কোতয়ালী থানার এসআই মনিরের নেতৃত্বে পুলিশ তার গাড়ি বহরে বাধা দেয়। এসময় কামাল ইবনে ইউসুফ গাড়ি থেকে নেমে শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী বাধার কারণ জানতে চাইলে এসআই মনির বলেন, পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া কাউকে সভা করতে দেয়া হবে না। এসময় নেতাকর্মীরা সেখানেই সমবেত হয়ে পথসভা শুরু করে। কামাল ইবনে ইউসুফ এসময় পুলিশী আচরণে নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য শুরু করেন। এসময় একদল পুলিশ সেখানে যত্রতত্র বাঁশি বাজিয়ে ও লাঠিচার্জ করে আতঙ্ক সৃষ্টি করে জামাল, সোহেল ও রুহুল নামে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিএনপি নেতাকর্মীরা পদব্রজে মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে শহরের ময়েজ মঞ্জিলে সাংবাকিদের নিকট ব্রিফিংকালে কামাল ইবনে ইউসুফ বলেন, নতুন সদস্য সংগ্রহ অভিযানের শান্তিপূর্ণ কর্মসূচীতে জনতার সমাগম দেখেই ওদের এতো ভয়? যখন নির্বাচন আসবে তখন ওদের কি অবস্থা হবে। পুলিশকে দিয়ে যেভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়া হচ্ছে তাতে প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। আজকের এই ঘটনাই প্রমাণ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রুপরেখা অনুযায়ী সহায়ক সরকার ব্যতিত দেশে সুষ্ঠ জাতীয় নির্বাচন সম্ভব না। কামাল ইবনে ইউসুফ আক্ষেপ করে বলেন, বিগতদিনে ৫ বার এমপি ও মন্ত্রী হয়েও কোনদিন আওয়ামী লীগের মিটিংমিছিলে বাধা দেইনি। কাউকে জেলেও ঢোকাইনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনান, কোতয়ালী থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সহ-সভাপতি এবি সিদ্দিকী মিতুল, সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, কোতয়ালী থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শাহরিয়ার শিথীল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার বিকেলে সদর উপজেলার অম্বিকাপুরে নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সভায় কামাল ইবনে ইউসুফ যোগদান করতে গেলে পুলিশের সহায়তায় সভামঞ্চ ভেঙে দেয়া হয়।

(এফএ/এএস/জুলাই ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test