E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় ভিটামিন‘‘এ’’ প্লাস কেম্পেইন বিষয়ে এডভোকেসী সভা

২০১৭ জুলাই ৩১ ১৫:৪৭:২৭
জাতীয় ভিটামিন‘‘এ’’ প্লাস কেম্পেইন বিষয়ে এডভোকেসী সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার সহযোগিতায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন‘‘এ’’ প্লাস কেম্পেইন বিষয়ে এডভোকেসী ও পরিক্লাপনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ষ্টোর কিপার মোঃ আব্দুস সাত্তার এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন আকন্দ এই এডভোকেসী সভার সভাপতি ও মূল আলোচক ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, ইউ,পি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান কাজল, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, এনজিও প্রতিনিধি প্রফুল্ল চন্দ্র হাজং প্রমূখ।

আগামী ৫ আগষ্ট এ উপজেলায় ১৭৮ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৩হাজার শিশুকে ভিটামিন‘এ, ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্দেশ্য রাতকানা রোগী ১% এর নীচে রাখা এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু জেন না থাকে।

(এনএস/এসপি/জুলাই ৩১, ২০১৭)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test