E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্ত:জেলা ডাকাত ও ভূয়া ডিবির ৮ সদস্য তিন দিনের রিমান্ডে

২০১৭ আগস্ট ০১ ২৩:৪৫:৫৫
আন্ত:জেলা ডাকাত ও ভূয়া ডিবির ৮ সদস্য তিন দিনের রিমান্ডে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে ডিবি পরিচয় দিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও ভূয়া ডিবির একটি দল গত ১৩ জুন দুপুরে বিজিবির এক সদস্যেকে তুলে নিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনার মামলায়  ৮  আসামিকে ঢাকা ধানমন্ডি থানা পুলিশ অস্ত্র ,গুলি ও ডিবির পোষাকসহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হলে  বালিয়াকান্দি  পুলিশ তাদেরকে জিজ্ঞাসার জন্য থানায়   নিয়ে এসেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুরের মধুখালীর বাগাট গ্রামের জাকির হোসেন বিশ্বাসের ছেলে জুয়েল হোসেন (২৭), নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত তাইজ উদ্দিনের ছেলে বিডিআরের চাকুরিচ্যুত সদস্য মো: হেমায়েত হোসেন ( ৫১), গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার কংশুর গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে শেখ নাফিজ ওরফে শহর আলী ( ৩৫), সিরাজগঞ্জের চৌহালীর সোলজানা গ্রামের মনছুর আলী ব্যাপারির ছেলে ফরিদুল ইসলাম ( ২৯), মানিকগঞ্জের জয়রা গ্রামের আইযুব আলীর ছেলে মোরশেদুল ইসলাম (৩৯), ফরিদপুরের সদর উপজেলার শুকুর ব্যাপারির ছেলে মোহাম্মাদ আলী (৩২), কোতায়ালির পশ্চিমবর্দী গ্রামের মৃত ইকবাল ব্যাপারির ছেলে আইযুব ব্যাপারি (২৫) ও মধুখালীর কলাগাছি গ্রামের ভবেন্দ্রনাথ সরকারের ছেলে সেনাবাহিনীর চাকুরিচ্যুত সদস্য স্বপন সরকার (৩৬)।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের এবং ভূয়া ডিবি চক্রের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় খুন ও ডাকাতির ১৮ টি মামলা রয়েছে। ঢাকা জেলা আদালতে এদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার পর ঢাকা কেন্দীয় কারাগার থেকে তাদের নিয়ে আসা হয়। মামলাটি তদন্ত করছেন এসআই মো: কায়সার হামিদ।

(ডিবি/এএস/আগস্ট ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test