E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

২০১৭ আগস্ট ০২ ২৩:৪৯:০৭
লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রাবাসসহ নানা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। বুধবার দুপুর ১২টা থেকে এ ক্লাস বর্জন হয়।
   

দুপুরে ক্লাস বর্জনরত শিক্ষার্থীরা জানান, তাঁদের থাকার জন্য নেই কোনো ছাত্রাবাস। চাহিদার তুলনায় নেই শিক্ষক। তিন বিষয়ে কোনো শিক্ষকই নেই। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের উৎপাত, কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতা, টয়লেট নোংরাসহ নানা সমস্যায় জর্জরিত এ প্রতিষ্ঠানটি। এছাড়াও কলেজ মাঠে জলাবদ্ধতার জন্য ছয় মাস খেলাধুলা বন্ধ থাকে। কলেজে ভালো মিলনায়তন নেই। রয়েছে শ্রেণিকক্ষ সংকট।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা ক্লাস বর্জন করেছেন। দ্রুত এর সমাধান না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন হবে বলে শিক্ষার্থীরা হুমকি দিয়েছেন।

কলেজের প্রশাসনিক সূত্রে জানা গেল, ১৯৬৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত। বর্তমানে শিক্ষার্থী প্রায় সাড়ে চার হাজার। কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিসংখ্যানে কোনো শিক্ষক নেই। এছাড়া আটজন শিক্ষকের পদ শূণ্য। স্নাতক (সম্মান) কোর্সে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবুজার শেখ বলেন, কলেজের সামান্য প্রশাসনিক উদ্যোগেই পরিবেশ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করা সম্ভব।

কলেজের অধ্যক্ষ শরীফ এনামুল কবীর বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। ছাত্রবাস, সীমানা প্রাচীর ও শিক্ষক-সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে প্রায়ই লেখা হয়। জুন মাসে কলেজের পরিচ্ছন্নকর্মী অবসরে যাওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় সমস্যা হচ্ছে। তবে বিকল্প ব্যবস্থা কিছুটা করা হয়েছে। এছাড়া অন্য সমস্যাগুলোর সামধানের ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

(আরএম/এএস/আগস্ট ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test