E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুরি ও অপরাধ ঠেকাতে ঈশ্বরদী বাজারে সিসি ক্যামেরা

২০১৭ আগস্ট ০৪ ১৭:৩৪:৪৪
চুরি ও অপরাধ ঠেকাতে ঈশ্বরদী বাজারে সিসি ক্যামেরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী বাজারে চুরি, মাদক পাচারসহ সকল অপরাধ প্রতিরোধের জন্য ঈশ্বরদী বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের পোহাতে হতো চুরি-ছিনতাইয়ের উৎপাত এবং মাদক ব্যবসা বন্ধ করতে ঈশ্বরদীর ব্যবসায়ীদের সংগঠন শিল্প ও বণিক সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, ঈশ্বরদী বাজারের আয়তন প্রায় আধা কিলোমিটার। এছাড়াও প্রধান সড়কের দুই পাশের দোকান মিলিয়ে আরো ১ কিলোমিটারব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঈশ্বরদী জংশন ষ্টেশন এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় প্রাচীন কাল হতে ঈশ্বরদী বাজারের দোকানপাঠ সবসময় জমজমাট। পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য পাশ্ববর্তি লালপুর, চাটমোহর, ভেড়ামারা, আটঘোড়িয়া, বাঘাসহ বেশ কয়েকটি উপজেলার পাইকারী বাজারের মোকাম ঈশ্বরদী। এখানে পাইকারী খুচরা মিলিয়ে প্রায় দুই হাজার দোকান রয়েছে। ঈশ্বরদী বাজারের পাইকারী ও খুচরা দোকানে প্রতিদিন ৫ হাজারের বেশি লোক সমাগম হয়। শিল্প ও বণিক সমিতির উদ্যোগে দীর্ঘদিন ধরে বাজারে নাইট গার্ড নিয়োগ করে পাহারার ব্যবস্থা করার পর পরও মাঝে মধ্যেই বাজারের দোকানে চুরি সংঘঠিত হচ্ছিল।

এছাড়া ঈদ মৌসুমে ভীড়ের সুযোগে ছিনতাই, পকেটমার এবং মানুষের জিনিষপত্র হাতিয়ে নেয় এক শ্রেণীর দুস্কৃতিকারী। এই অবস্থা প্রতিরোধের জন্য শিল্প ও বণিক সমিতি বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তারই ফলশ্র“তিতে বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে নজরদারি জোড়দার করেছে। বাজারে মোট ৩২ টি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়া হযেছে বলে জানা গেছে।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির শফিকুল ইসলাম বাচ্চু জানান, সমিতির তহবিলের টাকায় ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরো ২০ টি বসানোর কাজ চলছে।

বুধবার সরেজমিনে দেখা গেছে, বাজারের চারপাশে লাগানো হয়েছে দশটি সিসি ক্যামেরা। কার্যালয় থেকে নজরদারি করা হচ্ছে। এ কাজে নিয়োজিত রয়েছেন বণিক সমিতি। এ ছাড়া সভাপতি যখন কার্যালয়ে থাকছেন, তখন তিনি নিজেই নজরদারি করছেন। এর ফলে বাজারে চোর ও ছিনতাইকারীর উৎপাত কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এসকেকে/এএস/আগস্ট ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test