E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে কাঠমিস্ত্রির লাশ উত্তোলন

২০১৭ আগস্ট ০৪ ১৭:৫০:২৩
নড়াইলে কাঠমিস্ত্রির লাশ উত্তোলন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কাঠমিস্ত্রি নির্মল রায়কে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগে আদালতের নির্দেশে পুনরায় সুরতহাল রিপোর্টের জন্য সমাধিস্থল থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে সদরের বড়গাতি শ্মশান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট আজিম উদ্দীন, সদর থানার ওসি দেলোয়ার হোসেন, ওসি (তদন্ত) জুলফিকার আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ভবতোষ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উজ্জল শেখ, নির্মল রায়ের স্ত্রী সুনিতা রায়, ছেলে নৃপেন রায়সহ পরিবারের সদস্যরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই (শুক্রবার) নির্মল রায় প্রতিবেশি মিলটন কাজীর স্ত্রী লাবনীকে (২৫) তাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার কথা বলেন। এ ঘটনায় মিলটন ক্ষুদ্ধ হয়ে পরেরদিন (২৯ জুলাই) সন্ধ্যায় নির্মলকে তাদের বাড়ির পাশে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

নির্মলের স্ত্রী সুনিতা রায় জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিলটন কাজী ও তার সহযোগীরা তার স্বামীকে পিটিয়ে আহত করে। এরপর স্থানীয় বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেয় নির্মল। এক পর্যায়ে গত রবিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার (৩১ জুলাই) দুপুরে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

এদিকে, নির্মল রায়ের শরীরের বাম উরুতে একটি কালো দাগের কথা সুরতহাল রিপোর্টে উল্লেখ করে পুলিশ। কিন্তু নির্মলের স্ত্রী সুনিতা জানিয়েছেন, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। এ কারণে মামলার বাদী গণেশ রায় (নির্মলের ভাইপো) লাশ উত্তোলন করে পুনরায় সুরতহাল রিপোর্ট করার জন্য আদালতে আবেদন করেন। এর ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্মল রায়ের লাশ উত্তোলনের আদেশ দেন।

(টিএআর/এএস/আগস্ট ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test