E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে ৫০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

২০১৪ জুন ২৭ ০৮:৪১:৫১
সুন্দরবনে ৫০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের বেশ কয়েকটি জায়গা থেকে মুক্তিপণের দাবীতে অন্তত ৫০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আউয়াল ওরফে ছোট্ট বাহিনী।

জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের নন্দবালা, মরাপশুর, হাড়বাড়িয়া ও ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরারত জেলে বহরে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলা চালায় বনদস্যু আউয়াল বাহিনী। এ সময় বেশ কয়েকটি নৌকা ও ট্রলারের জাল কেটে নদীতে ফেলে দিয়ে লোকমান নামের এক জেলের ১টি ট্রলার সহ ৫০ জেলেকে অপরহণ করে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা। অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, গোলবুনিয়া ও বাগেরহাটের রামপালে বলে জানান সংশ্লিষ্ট জেলে-মহাজনেরা।

মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ছাড়িয়ে নেওয়ার জন্য সন্ধ্যা থেকে মহাজনেরা দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানা গেছে।
এদিকে জেলে অপহরণের খবর পেয়ে ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালালেও কোনো সুফল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন জেলে ও মহাজনেরা।


(ওএস/এইচআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test