E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে মৃত্যুর অভিযোগ

লোহাগড়ায় ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

২০১৭ আগস্ট ০৬ ১৫:১৮:২৮
লোহাগড়ায় ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

রূপক মূখার্জি, লোহাগড়া (নড়াইল) : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া সৈয়দ বাড়ির টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরে ঘুমন্ত অবস্থায় ১৬ মাস বয়সী এক শিশু  মৃত্যূর অভিযোগ পাওয়া গেছে ।

নিহত শিশু নুরীল কাজী লাহুড়িয়া গ্রামের তালুক পাড়ার মালয়েশিয়া প্রবাসী মান্নান কাজীর ছেলে। এ ঘটনায় নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান মুন্সী টনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুজন সদস্য হলেন , লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল হাসনাত। আগামী তিন দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজ রবিবার সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজল কুমার বকসীর নেতৃত্বে নিহত শিশুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (০৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে শিশু নুরীল কে নিয়ে তার মা মনিরা বেগম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সৈয়দ বাড়ীর কেন্দ্রে নিয়ে আসে । ক্যাপসুল খাওয়ানোর পর শিশু নুরীল কে তার মা বাড়ি নিয়ে আসে। গোসল করানোর পর মনিরা বেগম শিশুটিকে বুকের দুধ পান করানোর পর তাকে ঘুম পাড়িয়ে দেয়। দুপুর দেড়টার দিকে ঘুম থেকে ডেকেও শিশুটিকে উঠাতে না পেরে মা মনিরা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় প্রতিবেশিরা এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

শিশুটির পিতা মান্নান কাজী অভিযোগ করে বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কারনে তার সুস্থ্য শিশুর মৃত্যু হয়েছে।

লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন,এলাকাবাসীর কাছ থেকে ঘটনাটি জানতে পেরে শিশুটিকে দেখতে যাই, ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মরেছে কিনা তা জানি না ,তবে আশে পাশের লোকেরা সন্দেহ করছে ক্যাপসুল খেয়েই মরতে পারে।

খবর পেয়ে নড়াইলের সিভিল সার্জন ডাঃ আমিন আহম্মদ খান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহারসহ স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশু মৃত্যুর ব্যাপারে খোঁজ-খবর নেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করে রোববার (০৬ আগষ্ট) দুপুরে সাংবাদিকদের বলেন, শিশুটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার প্রায় দুই ঘন্টা পরে মারা গেছে। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নড়াইলের সিভিল সার্জন ডাঃ আমিন আহম্মেদ খান বলেন, শিশুটি আগের বারও এ ক্যাপসুল খেয়েছে, আমি ৯০ ভাগ নিশ্চিত যে শিশুটি অন্য কোন কারনে মারা গেছে। ময়নাদতন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশু মৃত্যুও প্রকৃত কারন জানা যাবে।

এ ঘটনার পর লাহুড়িয়া সৈয়দ বাড়ি টিকাকেন্দ্রের মাঠকর্মী অনিমেষ বিশ্বাস গত শনিবার দুপুর থেকেই পলাতক রয়েছে।


(আরএম/এসপি/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test