E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে যৌথ বাহিনীর মহড়া

২০১৭ আগস্ট ০৬ ১৬:০৩:০২
ঈশ্বরদীতে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে যৌথ বাহিনীর মহড়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে গতকাল শনিবার  বিকেল হতে ঈশ্বরদীতে পুলিশ-র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও অভিযান শুরু হয়েছে। মহড়ার পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে।

ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, সন্ত্রাস, জঙ্গিবাদও মাদক প্রতিরোধে মহড়া ও তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। একইসাথে স্থানীয় ও বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের ধরার জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে। আপাতত যৌথ বাহিনীর মহড়ায় পুলিশ ও র‌্যাব রয়েছে। প্রয়োজনে বিজিবিকে যৌথ বাহিনীতে সম্পৃক্ত করা হবে।

শনিবার বিকেলে এবং রবিবার মহড়া চলার সময় উপজেলার বিভিন্ন মোড়ে যৌথ বাহিনীর সদস্যরা সিএনজি, অটোবাইক, মোটরসাইকেলের আরোহী, পথচারী ও সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।

এসব পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন। পুলিশ-র‌্যাবের সাঁজোয়া গাড়িবহর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক যৌথ মহড়ার নের্তৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

পথসভায় বলা হয়, পুলিশ জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য সব সময় আপনাদের পাশে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সরকারের উন্নয়নমূলক কাজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সন্ত্রাসী, অস্ত্রধারী, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদানের আহব্বান জানানো হয়েছে।

(এসকেকে/এসপি/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test