E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২, গ্রেফতার ১

২০১৭ আগস্ট ০৬ ১৯:৩৭:৩৪
জামালপুরে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২, গ্রেফতার ১

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের গেটপাড় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-ধাওয়ি, সংঘর্ষ ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনায় আহত হয়েছে শহর ছাত্রলীগ ও ছাত্রদলের দুই নেতা। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও  পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের জিগাতলা এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কজন নেতাকর্মী। তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন। আহত ফাহিমকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার জের ধরে রবিবার দুপুরে ছাত্রলীগের ৪০-৫০ জনের একটি দল গেটপাড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে। পাল্টা ধাওয়া করে ছাত্রদলও। এর মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. পাপ্পু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত পাপ্পুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জের ধরেই শহর বাইপাস সড়কের বিসিক মোড়ে বিএনপি সমর্থক আশরাফুলের অটোবাইকের দোকান ভাংচুর করেছে ছাত্রলীগের কর্মীরা।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা ফাহিমের বাবা সবেদ আলী বাদী হয়ে ১০/১২ জনকে আসামী করে জামালপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকদল নেতা মনু মিয়াকে গ্রেফতার করেছে। শহরে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরআর/এএস/আগস্ট ০৬, ২০১৭)




পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test