E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মাগুরায় ভুয়া প্রকল্পে প্রতিমন্ত্রী ও এমপির হাত নেই'

২০১৭ আগস্ট ০৮ ১৮:১৮:১৪
'মাগুরায় ভুয়া প্রকল্পে প্রতিমন্ত্রী ও এমপির হাত নেই'

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মসজিদ, মন্দির, গীর্জা, নামযজ্ঞ ও ভুয়া প্রকল্পের নাম ভাঙ্গিয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং মাগুরা– ১ আসনের সংসদ সদস্য এটিএম ওহাব এর নামে যে অভিযোগ উঠেছে সেটা সঠিক নয় বলে জানালেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজমূল হক।

তিনি বলেন, এটি বিশেষ বরাদ্দ হওয়ায় এমপি মন্ত্রীদের এ বিষয়ে কোন সংশ্লিষ্টতা থাকেনা। মাগুরায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১ হাজার ৬০৫টি প্রকল্পের ৪ হাজার ৬০৫ মেট্রিক টন সরকারি চাল আটকে দিয়েছে জেলা প্রশাসন। গত অর্থ বছরের মাগুরা জেলার চার উপজেলার বিভিন্ন গ্রামে ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠান দেখিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এসব বরাদ্দ আনা হয়েছিল। বরাদ্দের তালিকায় ব্যাপকভাবে অস্বাভাবিকতা ও অসংলগ্নতা ধরা পড়ায় জেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে বরাদ্দ ছাড়ের উদ্যোগ নেয়। এই তদন্তে কালে প্রকল্পগুলোর প্রায় সবই ভুয়া হিসেবে প্রমানিত হলে তা আটকে দেয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেয়া তালিকায় দেখা গেছে চলতি বছরের জুন মাসের শেষ দিকে তড়িঘড়ি করে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর এ চার উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন পাড়া, মহল্লা, মসজিদ, ধর্মীয় ও সামাজিক সামনে ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠান দেখানো হয়েছে । গত অর্থ বছরে তার কোনটিই বাস্তবায়িত হয়নি। যেমন মাগুরা শহরের কলেজ পাড়ায় আবু রেজা ও নান্টু নামে দুই জন ব্যক্তির বাড়ির সামনে ওয়াজ মাহফিলের বিপরীতে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ওই নামে একজন ব্যক্তি কলেজ পাড়ায় বসবাস করেন। কিন্তু তার বাড়ির সামনে ওয়াজ মাহফিল করার মত কোন মাঠ নাই। গোটাটাই ঘনবসতিপূর্ণ এলাকা। আবু রেজা নান্টু জানান, তার পাড়ায় কোন ওয়াজ মাহফিল হয়নি। কারা তার বাড়ি সামনে ওয়াজ মাহফিলের নামে ভুয়া তালিকা তৈরী করে জিআর এর চাল বরাদ্দ এনেছে তিনি কতৃপক্ষকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।

একই অবস্থা নতুন বাজারের আসুর বাড়ীর সামনে, হাসপাতাল পাড়ার খলিল, পারলা দক্ষিণ পাড়া খেলা মাঠসহ মাগুরা শহরের বিভিন্ন এলাকায় দেখানো ওয়াজ মাহফিলের ক্ষেত্রে। শুধু শহর নয় শ্রীপুর, মাহম্মদপুর, শালিখা ও মাগুরা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেখানো ওয়াজ মাফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানে ক্ষেত্রে একই জালিয়াতি ধরা পড়েছে। অধিকাংশ বরাদ্দে একই পাড়ায় বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, মক্তব, ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ৫-৬ টি ওয়াজ মাহফিল ও নামযজ্ঞনুষ্ঠানের নামে বরাদ্দ আনা হয়েছে।

স্ব-স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তারা তদন্ত শেষে এই ভুয়া তালিকার বিষয়ে জেলা প্রশাসককে ইতিমধ্যে অবহিত করেছেন বলে জেলা প্রশসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১২টি স্মারকে ১ হাজার ৬৮০ প্রকল্পের বিপরীতে মোট ৪ হাজার ৭০৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে প্রকৃতপক্ষে বাস্তবায়িত হয়েছে ৩২টি প্রকল্প। অনুষ্ঠানের স্থান সঠিক আছে কিন্তু সেখানে ওয়াজ মাহফিল বা নামযজ্ঞ হয়নি এরকম প্রকল্পের সংখা ১ হাজার ১৬টি। তালিকায় দেখানো ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানের স্থানের কোন অস্তিত্বই নেই এরকম প্রকল্পের সংখা ৬৩২টি। বাকি ৪ হাজার ৬০৫টি প্রকল্পের বিপরীতে দেয়া তালিকার সবগুলোই প্রাথমিক তদন্তে ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ায় বরাদ্দগুলো ছাড় দেয়া হয়নি।

ভুয়া বরাদ্দের ব্যাপারে স্থানীয় এমপিদের কোন সংশ্লিষ্ঠতা আছে কিনা এমন প্রশ্নের ব্যাপারে অতিরিক্তি জেলা প্রশাসক অজমুল হক জানান, এটি বিশেষ বরাদ্দ এমপিদের সংশ্লিষ্টতার বিষয়ে তাদের কিছু জানা নেই।

এ ব্যাপারে মাগুরা-২ আসনের এমপি যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদারের কাছে জানতে চাইলে তিনিও এ ধরনের প্রকল্পের তার কোন সংশ্লিষ্টতা বা সুপারিশ নেই। তবে তিনি শুনেছেন, কেউ-কেউ তার স্বাক্ষর জাল করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব: এটি এম আব্দুল ওয়াহহাব বলেন, এ ধরনের প্রকল্পর সম্পর্কে তার কোন ধারনা নেই। তিনি এধরনের বরাদ্দের জন্য কোন ডিও স্বাক্ষর করেননি। তবে তিনি জানতে পেরেছেন, জেলার একটি অসাধু চক্র ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ে কিছু অসাধু ব্যাক্তির মাধ্যমে এ বরাদ্দ এনেছে।

(ডিসি/অ/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test