E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় চেয়ারম্যানের নামে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
 

২০১৭ আগস্ট ০৯ ১৫:৪৫:১৫
লোহাগড়ায় চেয়ারম্যানের নামে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার ইতনা ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগরের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মামলা  প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে ।

বুধবার দুপুরে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতনা ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগরের স্ত্রী মীনা মাহফুজা হক সীমা।

এ সময় অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ ইমান উদ্দীন মোল্যা, তবিবর রহমান সরদার প্রমুখ।

সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করে বলেন, প্রতি হিংসার বশবতি হয়ে এলাকার একটি স্বার্থান্বেষী মহল আমার স্বামীর গড়ে ওঠা সুনাম ও ভাবমুর্তি নষ্ট করার জন্য পুলিশকে ব্যবহার করে এহেন মিথ্যা মামলা দায়ের করেছে । আমার স্বামী আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত নয়। পুলিশের কাছ থেকে আসামী দৌড়ে পালিয়ে গেছে। তাই আমি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

উল্লেখ্য, গত ৭আগষ্ট রাতে ইতনা এলাকা থেকে ডাকাতি মামলার আসামী কে ছিনিয়ে নেওয়ার অভিযোগে লোহাগড়া থানায় মামলা হয়েছে । এ মামলায় ইতনা ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ ১৬ জনের নামে উল্লেখ করে অজাত ৭০/৮০ জন কে আসামী করা হয়েছে ।

(আরএম/এসপি/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test