E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উদযাপিত

২০১৭ আগস্ট ১০ ১২:০৪:১৮
শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উদযাপিত

নড়াইল প্রতিনিধি : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মদিন আজ (১০ আগস্ট)। দেশের প্রখ্যাত এ চিত্রশিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সকালে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলের মাছিমদিয়া এলাকায় চিত্রা নদীর পাড়ে সুলতান কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া বরেণ্য এ শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬-৯ সেপ্টেম্বর নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সুলতান উৎসব ও ৯ সেপ্টেম্বর চিত্রানদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর এক দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মেছের আলী পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। ১৯২৮ সালে স্থানীয় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হলেও পড়াশুনা শেষ করতে পারেননি এস এম সুলতান। পরে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কলকাতা আর্ট স্কুলে অধ্যয়ন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে জড়িয়ে পড়েন।

১৯৪৬ সালে ভারতের সিমলায় তার প্রথম একক প্রদর্শণী হয়। এরপর ১৯৪৮ সালে পাকিস্থানের লাহোরে ও ১৯৫০ সালে লন্ডনে প্রদর্শনী হয়। এ ছাড়া তার চিত্র প্রদর্শনী প্যারিস, নিইউয়র্ক ও বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। শিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে আর্টিস্ট ইন রেসিডেন্স সন্মননা পান। এ ছাড়া ১৯৮৬ সালে চারু শিল্পী সংসদের বিশেষ সম্মাননা ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান প্রখ্যাত এ চিত্রশিল্পী।

১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান। নড়াইল শহরের ৩ কিলোমিটার দূরে মাছিমদিয়া গ্রামের নিজ বাড়ীর প্রাঙ্গণে চির শায়িত আছেন তিনি।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test