E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাস ধর্মঘটে ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরা

২০১৭ আগস্ট ১০ ১২:২৯:৫৭
বাস ধর্মঘটে ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরা

পটুয়াখালী প্রতিনিধি : বরিশাল বাস মালিক সমিতির সভাপতিসহ অন্য নেতাদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে এবং সড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বরিশাল-পটুয়াখালী রুটে বাস ধর্মঘট চলছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে আগত কুয়াকাটাগামী শত শত পর্যটক।

ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আশা ব্যবসায়ী আকছার বশির জাগো নিউজকে বলেন, কুয়াকাটা যাবো তাই লঞ্চ যোগে ঢাকা থেকে পটুয়াখালী এসেছি। টার্মিনালে এসে দেখি কোনো বাস ছাড়ছে না। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছি। এখন কিভাবে কুয়াকাটা যাবো?

এ সময় কথা হয় ব্যবসায়ী মোসলেম হাওলাদারের সাথে। তিনি বলেন, সারা রাত জেগে মালামাল নিয়ে পটুয়াখালী বাস টার্মিনালে আসছি। এসে দেখি কোনো বাস ছাড়ছে না। মানুষের কাছে জিগাইছি সবাই বলে ধর্মঘট চলে। ভাই মালামাল নিয়ে কিভাবে মহিপুর যাবো?

বাউফল উপজেলার কেশবপুর গ্রাম থেকে আসা কুদ্দুস হাওলাদার বলেন, আমি জানি না যে ধর্মঘট চলছে। বাসা থেকে টার্মিনালে এসে দেখি ধর্মঘটের জন্য বাস চলাচল বন্ধ। এ ব্যাপারে সরকার বা প্রশাসন যদি কিছু করে তবে ভালো হতো।

এদিকে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালী-বরগুনা-খুলনাসহ অভ্যন্তরীণ ৩৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে সপাতালে ভর্তি করা হয়। বাস মালিক সমিতির সভাপতিসহ অন্য নেতাদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেয়া এবং সড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতি সমন্বয় পরিষদ।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test