E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মে‌হেরপুর গাঁজাসহ আটক ১

২০১৭ আগস্ট ১০ ১৫:২৪:৩৬
মে‌হেরপুর গাঁজাসহ আটক ১

মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি : মে‌হেরপুর গাংনী বামুন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা অ‌ভিযান চা‌লি‌য়ে ৮কে‌জি গাঁজাসহ একজন‌কে আটক ক‌রে‌ছে । আজ সকা‌লে বামু‌ন্দি জামান ফি‌লিং ষ্টেশ‌নের সাম‌নে থে‌কে আলতাব হো‌সেন(২৬) এর আলগামনে অ‌ভিযান চা‌লি‌য়ে গাঁজাগু‌লো‌ আটক করা হয়।

বামু‌ন্দি ক্যা‌ম্পের এএসআই জামরুল ইসলাম জানান, সঙ্গীয় ফোর্স নি‌য়ে বিশেষ অভিযান পরিচালনা কালে বামুন্দী জামান ফিলিং স্টেশনের সামনে হইতে আলগামন গাড়ীতে বিশেষ কৌশলে গাঁজা বহনের সময় ০৮ (আট) কেজি গাঁজা সহ আলতাফ হোসেন, পিতা-ইয়ার আলী, সাং-মহিষাকুন্ডি মাঠপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলিতেছে।

(এমআইএম/এসপি/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test