E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে ১০ শিবির নেতা গ্রেফতার

২০১৭ আগস্ট ১১ ১৪:৩৯:১৬
সাতক্ষীরায় গোপন বৈঠক থেকে ১০ শিবির নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মেহেদি হাসানের নেতৃত্বে গোপন বৈঠক কালে ১০ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।

এ সময় ‘আন্দোলন জোরদারে শিবিরের ভ‚মিকা’ শীর্ষক বিপুল সংখ্যক লিফলেট এবং গোলাম আজম ও মওলানা মওদুদীর লেখা ২১ টি জ্বিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ, পার্টির দৈনিক প্রতিবেদন বই, একটি ল্যাপটপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। শুক্রবার সকাল সাড়ে সাকটার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের আল আমিন ফাজিল মাদ্রাসার তিন তলায় এ গ্রেফতার ও উদ্ধারের ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোল্লা জাকির হোসেন জানান, একদল শিবির নেতাকর্মী পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার তিন তলার একটি কক্ষে বসে গোপন বৈঠক করছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও শিবির কর্মী যোগ দিচ্ছে মর্মে তিনি খবর পান।

তিনি বলেন এ খবর পাবার পর পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ওই মাদ্রাসা ঘিরে ফেলে। পরে একই কক্ষে শিবির নেতাকর্মীদের বৈঠকরত অবস্থায় খুঁজে পাওয়া যায়। লিফলেট ও জ্বিহাদি বই ছাড়াও তাদের কাছ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শিবির নেতা-কর্মীরা হলেন, জেলার পাটকেলঘাটা থানা শিবির সভাপতি নগরঘাটা গ্রামের মেহেদি হাসান, সরুলিয়া ইউপি শিবির সভাপতি বড় কাশিপুর গ্রামের ইমামুল হোসেন , আল আমিন ফাজিল মাদ্রাসা শিবির সভাপতি বাওখোলা গ্রামের ইয়াসির আরাফাত, কলারোয়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রাামের মো. মাসুমবিল্লাহ, তালা উপজেলার কাটাখালি গ্রামের নাজমুল হোসেন, এনামুল হোসেন , মাগুরাডাঙা গ্রামের হারুন সরদার , ইসলামকাটি গ্রামের আলমগীর হোসেন এবং অষ্টম শ্রেণির ছাত্র ইসলামকাটি গ্রামের শিবির কর্মী হাবিবুল ইসলাম ও রাঘবকাটি গ্রামের আশরাফুল ইসলাম।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এ ঘটনায় উজ্জ্বল কুমার মিত্র বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

(আরকে/এসপি/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test