E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে আ. লীগ নেতা খুনের ঘটনায় মামলা, আটক ১

২০১৭ আগস্ট ১১ ১৪:৫৮:২৬
হালুয়াঘাটে আ. লীগ নেতা খুনের ঘটনায় মামলা, আটক ১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রইস উদ্দিনকে কুদাল দিয়ে কুপিয়ে খুন করেছে তারই এক প্রতিবেশী।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে দক্ষিণ রামনগর মাইজপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরির্দশন করেন, হালুয়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আলমগীর পিপিএম ও ওসি কামরুল ইসলাম মিঞা।

জানা যায়, উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ রাম নগর মাইজপাড়া গ্রামের মৃত হাজী গণী মিঞার পুত্র ধুরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রইস উদ্দিন (৬০) কে প্রতিবেশী মৃত নঈমদ্দিনের পুত্র মোখলেছ (৪২) তার চাচাত বোন জামাই আব্দুল মালেকের পক্ষ অবলম্বন করে পূর্ব বিরোদের জেরধরে কুদাল দিয়ে কুপিয়ে নিজবাড়ির পার্শ্বে খালি মাঠে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী জানান, রইস উদ্দিনের সাথে কারও কোন বিরোধ ছিলনা সম্প্রতি মোখলেছের চাচাত বোন জামাই আব্দুল মালেকের সাথে তার বিরোধ সৃষ্টি হয়ে ছিল। তাই মালেকের পক্ষ অবলম্বন করে কুদাল দিয়ে খুন করে। এ সময় স্থানীয়রা মোখলেছকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহতের উর্মি (২৪) ও নাজমা (২০) দুই মেয়ে ও সারোয়ার আলম বাদশা (২২) নামক এক ছেলে রয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে সারোয়ার আলম বাদশা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অত্র থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৬।

এ বিষয়ে ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করেন হালুয়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আলমগীর পিপিএমসহ তিনি, খুনের সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে অত্র থানায় হত্যা মামলা রুজু হয়েছে, আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করেছেন বলে তিনি জানান।

(জেসিজি/এসপি/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test