E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

২০১৭ আগস্ট ১১ ২০:৩৫:২৫
ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : ইয়াবা দিয়ে এক কৃষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে দুই ভুয়া সাংবাদিক। ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সিমান্তবর্তী রহিমপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের মোন্নাফ নামে এক কৃষককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ৭০ পিছ ইয়াবাসহ সাব্বির (১৯) ও মাজহারুল ইসলাম (২৫) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশবিডি টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার পদবির ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ইন্দিলপুর গ্রামে।

জামালপুর গোয়েন্দা পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুই ভুয়া সাংবাদিককে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করেন। তিনি সাংবাদিকদের জানান, দেওয়ানগঞ্জের রহিমপুরে মোন্নাফের বাড়িতে জাল টাকা তৈরির মেশিন ও জাল টাকাসহ বিদেশি নাগরিক অবস্থান করছে বলে তার কাছে ফোন করা হয়। খবর পেয়ে এসআই খাইরুল ইসলামে নেতৃত্বে ঘটনাস্থলে যায় ডিবি পুলিশে টিম। সরেজমিন পরিদর্শন করে ডিবি পুলিশের দল খোজঁখবর নিয়ে জানতে পারে মোন্নাফের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। সে একজন নিরীহ কৃষক। তথ্যটি নিশ্চিত হতে ওই দুই সাংবাদিককে সাথে নিয়ে মোন্নাফের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ৭০পিছ ইয়াবা মোন্নাফের কোমরে গুঁজে দিতে গেলে ডিবি পুলিশ হাতেনাতে গ্রেফতার হয় সাব্বির ও মাজহারুল ইসলাম নামের ওই দুই ভুয়া সাংবাদিক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আমরা সাংবাদিক পরিচয়ে ব্লেকমেইলিংসহ নানা ধরনের প্রতারণা করে আসছি। তাদের কাছে অনলাইন নিউজ পোর্টাল দেশবিডি টোয়েন্টিফোর ডটকম, ঠিকানা ২৭ তোপখানা রোড, ঢাকা’র আইডি কার্ড ছিল। টাকার বিনিময়ে কার্ড নিয়েছে বলে ভুয়া সাংবাদিক দুজন দাবি করেছেন।

দেশবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এ জেড এম আব্দুস সবুরের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নি। কার্ডে পাওয়া অপর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে এডভোকেট নুরে আলম সিদ্দিকী পরিচয় দিয়ে একজন রিসিভ করেন। তার পদবি জানতে চাইলে তিনি অনিচ্ছা প্রকাশ করে বলেন, আমরা হয়তো কার্ড দিয়েছি, সেটি দিয়ে অপকর্ম করতে তো আমরা বলিনি।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test