E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বদরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ-শুকনা খাবার ও খাবার স্যালাইন বিতরণ

২০১৭ আগস্ট ১৩ ১৮:৪৭:৪৮
বদরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ-শুকনা খাবার ও খাবার স্যালাইন বিতরণ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ, শুকনা খাবার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

বরিবার (১৩ আগস্ট) উপজেলার রামনাথপুর ইউনিয়নের আশরাফগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষের মাঝে রংপুর-২ আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী শুকনা খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেন। পরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পানি বন্দী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সাহায্য প্রদান করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

উল্লেখ্য, উপজেলায় গত বৃহষ্পতিবার থেকে টানা বৃষ্টিতে উপজেলায় তলিয়ে যায় রাস্তা ঘাট। পানিবন্দি হয়ে পাশ্ববর্তী স্কুল কলেজ বা নিরাপদ স্থানে আশ্রয় নেয় একাধিক গ্রামের শতাধিক পরিবার। তবে বড় ধরনের কোনো দূর্ঘনার সংবাদ পাওয়া যায়নি।

(এবি/এসপি/আগস্ট ১৩, ২০১৭)
পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test