E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার বিআরটিএ অফিসে পুলিশের অভিযান : আটক ১

২০১৭ আগস্ট ১৪ ১৬:৪৩:৫৫
মৌলভীবাজার বিআরটিএ অফিসে পুলিশের অভিযান : আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি : দালালচক্র ধারা আক্রান্ত মৌলভীবাজার বিআরটিএ অফিস। তাদের কারণে এখানে সেবা নিতে আসা লোকজনকে বেশিরভাগ সময় হয়রানির শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকাল ৫টার দিকে মৌলভীবাজার বিআরটিএ অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-বশিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।  ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে দালালরা দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় বিআরটিএ অফিসের মালিক সমিতি থেকে আসা চাকুরীহীন কর্মকর্তা মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল মতলিব এর পুত্র কয়ছরকে (৫২) মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ইং আইনে ৫শত টাকা জরিমানা ও জুড়ী উপজেলার জাঙ্গিরাই গ্রামের অদু মিয়ার পুত্র হেলাল উদ্দিনকে (৪১) ৫শত টাকা জরিমানা ও দালালীর দায়ে ১২ দিনের সাজা প্রদান করা হয়। এ সময় কয়ছর (৫২) জরিমানার টাকা পরিশোধ করা তাকে ছেড়ে দেওয়া হয়। আর হেলাল উদ্দিনকে (৪১) জেল হাজতে প্রেরন করা হয়।

মৌলভীবাজার ‘বিআরটিএ’ অফিস জেলার সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। অফিসটিতে সরকারী কর্মকর্তা-কর্মচারী বলতে রয়েছেন এডি জয়নাল আবেদীন, ও এসিস্ট্যান্ট এমভিআই (বর্তমানে ভারপ্রাপ্ত) হাসান, এসিস্ট্যান্ট এমভিআই ওসমান গনি ও অফিস সহকারী নজরুল । বাকীরা সবাই চাকুরীহীন চাকুরে। দস্তুর মত অফিসের চেয়ার টেবিলে বসে কাজ করা-ই শুধু নয়, কর্মকর্তা কর্মচারীসহ গোটা অফিসটি নিয়ন্ত্রণও করে এসব চাকুরীহীন চাকুরেরা। এখানকার প্রধান দালাল টাঙ্গাইলের মির্জাপুরের শাহজাহান, কুমিল্লার রসুলপুরের শিমুল ও আবুল কাসেম, চাঁদপুরের দুই ভাই করিম ও রহিম এবং মৌলভীবাজারের স্থানীয় দুই ভাই শাকিল ও জামিল, দস্তুর মত অফিসের ভিতরে অফিসের চেয়ার টেবিলে বসে কাজ করছে প্রকাশ্যে।

সরেজমিন ঘুরে দেখা গেছে- এডি জয়নাল আবেদীন ও এসিস্ট্যান্ট এমভিআই (বর্তমানে ভারপ্রাপ্ত) হাসানই নিজেদের কেবিনে বসে সময় কাটাচ্ছেন এবং চাকুরীহীন চাকুরে বা দালালদের দেয়া কাজগুলিই করছেন।


(একে/এসপি/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test