E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে কৃষ্ণের শুভ আর্বিভাব পূণ্যতিথি জন্মাষ্টমী পালিত

২০১৭ আগস্ট ১৪ ২৩:৪০:৩০
নোয়াখালীতে কৃষ্ণের শুভ আর্বিভাব পূণ্যতিথি জন্মাষ্টমী পালিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ব্যাপক উৎসব আয়োজনের মধ্যদিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। 

সোমবার ১৪ আগষ্ট ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি উপলক্ষে সুবর্ণচর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সুবর্ণচর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে।

এ সময় ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শত শত ভক্তবৃন্দ মহানন্দে মেতে ওঠে ভক্তরা। পরে মন্দিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার ভিতরন করা হয় সুবর্ণচর উপজেলা জন্মঅষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নিপুন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দাস, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সুবর্নচর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক লিটন চন্দ্র দাস, পিলু রতন দাস, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা জন্মঅষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নিপুন দাস, সা: স: রতন তালুকদার, বাবু শ্যামল চন্দ্র দাশ, বিক্রম মাতব্বর, অজয় দাশ, বাবুল শাহা প্রমুখ।

অনুষ্ঠানে সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ, হাতিয়া হিন্দু ছাত্র কল্যাণ পরিষদ, সুবর্ণচর উপজেলা সর্বস্তরের সনাতনী ভক্ত সহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করে শেষে উপষি ভক্তরা অঞ্জলি প্রদান করে প্রসাদ গ্রহণ করেন। মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা পাঠ বিশেষ প্রার্থনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়।

(আইইউএস/এএস/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test