E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাধীনতা অর্জনের জন্যই আওয়ামী লীগের জন্ম: প্রধানমন্ত্রী

২০১৪ জুন ২৭ ১৮:১৮:৫৫
স্বাধীনতা অর্জনের জন্যই আওয়ামী লীগের জন্ম: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও এদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ জ‍ুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

শুক্রবার বিকেল সোয়া ৪টায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি শেখ হাসিনা বিকেল ৪টা ২৩ মিনিটে সভাস্থলে উপস্থিত হন।

শেখ হাসিনা তার ভাষণে বলেন, আওয়ামী লীগের জন্ম, প্রতিষ্ঠা, সংগ্রাম ও আন্দোলন বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য। স্বাধীন জাতি হিসেবে বাঙালিকে মর্যাদা দেওয়ার জন্য।

তিনি বলেন, পলাশীর আম্রকাননে বাঙালির স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে সে সূর্যের নবোদয় ঘটিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আ’লীগের অন্য নেতারা।

এসময় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় প্রচ‍ুর সংখ্যক নেতা-কর্মীর ভিড় লক্ষ্য করা যায়।

সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভাস্থল ও এর আশপাশ ঘিরে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test