E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে মাদক ব্যবসায়িদের হামলায় পাঁচজন জখম

২০১৪ জুন ২৭ ১৮:৩৩:১১
কালীগঞ্জে মাদক ব্যবসায়িদের হামলায় পাঁচজন জখম

সাতক্ষীরা প্রতিনিধি : মাদকসেবীদের বিরুদ্ধে থানায় তথ্য দেওয়া হয়েছে এমন অভিযোগে দু’ শিক্ষার্থীসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের সুভাস দাসের স্ত্রী মীনা দাস (৩৮), তার ছেলে কুশুলিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ফলপ্রার্থী হৃদয় দাস (১৮), বিজয় দাস (২১), মেয়ে রুস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমী দাস (১৪) ও তাদের আত্মীয় একই গ্রামের শিব চরণ ম-লের ছেলে সমীরণ ম-ল (২২)।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিজয় কুমার দাস জানান, গত ১৯ জুন সকালে রুস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলকে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে প্রতিবেশি মাদক ব্যবসায়ি দুলাল দাসের বচসা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সে মাদক ব্যবসায়িদের মুখে ফুটবল খেলার কথা মানায় না বলে বাড়ি চলে আসে।

তিনি আরো জানান, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় তিনি পারুলগাছা গ্রামের ব্যবসায়ি আনারুলের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাদের প্রতিবেশি ও মাদক ব্যবসায়ি দিবাকর দাসের বাড়ির সামনে পুকুরের পাশে রাস্তার উপর মাদক ব্যবসায়ি ও মাদকসেবি হরিদাস দাস, দুলাল দাস, প্রভাস দাস,দিবাকর দাসসহ টুটুল দাস ও তাপস দাস তার গতি রোধ করে। এসময় তারা মাদক বিক্রির খবর পুলিশে জানিয়েছিস কেন এমন অভিযোগে তাতে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে ছুঁটে এলে তার ভাই হৃদয় দাস, বোন মৌসুমী,মা মিনা দাস ও আত্মীয় সমীরণ ম-লকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার ম-ল জানান, স্কুল ছাত্রী মৌসুমী দাস ও বিজয় দাসের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে হরিদাস দাস জানান, তারা মাদক ব্যবসায়ি বা সেবনকারি নন। খেলা নিয়ে উভয়পক্ষের বচসাকে কেন্দ্র করে ধ্বস্তাধ্বস্তিতে দুলাল দাস নামের তাদের এক ভাইও জখম হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ঘটনায় উভয়পক্ষ শুক্রবার পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপপরিদর্শক নকীব অয়জুল হককে নির্দেশ দেওয়া হয়েছে।

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test