E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত

২০১৭ আগস্ট ১৫ ১৩:৫৮:৩০
লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদার সাথে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ।

সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, আব্দুল হাই সরদার, এস,এম আসিফুর রহমান বাপ্পী, লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ ইকবাল হাসান সাকি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এম,এম আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, আশিক ইসলাম, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, ইমরুল কায়েস হীরাঙ্গীর, জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি মোজাম খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

আলোচনা সভায় ১২টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে গণভোজের আয়োজন করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ১৫, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test