E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জাতীয় পার্টি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর’

২০১৭ আগস্ট ১৭ ১৫:২৮:৩০
‘জাতীয় পার্টি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর’

শেরপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে একসময় নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। জাতীয় পার্টির অবস্থা আগের মতো নেই। জাতীয় পার্টি এখন রাজনীতিতে বিরাট ফ্যাক্টর। আমাদের ছাড়া নির্বাচন হবে না। কেউ ক্ষমতায় যেতে পারবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমরা চেষ্টা করলে ক্ষমতায়ও আসতে পারব।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের পোড়ার দোকান (ইলিয়াছ নগর) এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বন্যাদুর্গত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না উল্লেখ করে সরকারকে এ বিষয়ে আরো উদ্যােগ নিতে হবে বলেও মন্তব্য করেন এরশাদ।

এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে প্রত্যেককে ৫ কেজি করে চাল, এক কেজি লবণ ও আধা কেজি করে ডাল বিতরণ করা হয়।

জেলা জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঠাণ্ডা প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, চরপক্ষিমারি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মো. জয়নাল আবেদীনসহ জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test