E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধে

২০১৭ আগস্ট ১৮ ১৫:২৩:৩৩
সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধে

রাঙামাটি প্রতিনিধি : সম্প্রতি অতি বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানি বাড়ায় হুমকিতে পড়েছে কাপ্তাই বাঁধ। বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে জেলার কয়েক হাজার পরিবারের বাড়িঘর। আশঙ্কা এড়াতে এবং অতিরিক্ত পানির চাপ সামাল দিতে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি গেট খুলে সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অতি বর্ষণে নামা পাহাড়ি ঢলে উজান থেকে পানি ধেয়ে আসছে কাপ্তাই হ্রদে। ফলে হ্রদে অতিরিক্ত পানির চাপ বাড়ছে। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ নিচু এলাকা। এরই মধ্যে জেলার কয়েক হাজার পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে।

সামাল দিতে কাপ্তাই বাঁধ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যবস্থাপক শফিউদ্দিন জানান, হ্রদে অতিরিক্ত পানি বাড়ায় বাঁধ এখন হুমকিতে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৭ ফুট। হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। রুলকার্ভ অনুযায়ী চলতি মাসে হ্রদে পানির লেভেল থাকার কথা ৯৩ ফুট। বাঁধের আশঙ্কা এড়াতে এবং হ্রদে অতিরিক্ত পানির চাপ সামাল দিতে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬ গেট খুলে চার ফুট উচ্চতায় সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের মধ্যে চারটিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ১৮০ মেগাওয়াট।

অন্যদিকে কাপ্তাই বাঁধ দিয়ে অতিরিক্ত হারে পানি ছাড়ার কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারি, বাঁশখালীসহ ভাটি এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test