E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী

২০১৭ আগস্ট ১৯ ১৬:৩৫:১০
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবাদমান দুটি গ্রুপই একই সময়ে কর্মসূচী পালন করেছে।

শনিবার দুপুর ১টার দিকে শহরের পৌরসভা মিলনায়তনে বেগম খালেদা রব্বানী গ্রুপের নেতৃত্তাধিন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যেগে ঝমকালো আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করা হয়।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে বেলা বাড়ার সাথে বিভিন্ন উপজেলা থেকে রঙবেরঙের ব্যানার ফেস্টুন সহ নেতাকর্মীদের সাথে নিয়ে খন্ড খন্ড মিছিল আসতে থাকে সভাস্থলে। এসময় হলুদ রঙের ক্যাপ পরে নেতাকর্মীদের মুর্হমুহু স্লোগানে সভাস্থল প্রকম্পিত হয়ে উঠে। দুপুর ১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এসময় শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন বাঁদশা, সদর থানা বিএনপি’র সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, সিনিয়র ছাত্রদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ নেপুর আলী,স্বেচ্ছাসেবকদলের নেতা সৈয়দ ময়নু হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি প্রেসক্লাব মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভায় এসে শেষ হয়। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান গ্রুপের নেতৃত্তাধিন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের ফায়ার আইস নামের একটি অভিজাত হোটেলে দুপুর ১টার দিকে দলের নেতাদের সাথে নিয়ে কেক কেটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্ভোধন করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

পরে এ উপলক্ষে জেলা স্বোচ্ছাসেবকদলের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয় । জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ ফয়সল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হাই পিপলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি নেতা এমএ মুকিদ, জেলা বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম ও বকসী মিছবাউর রহমান প্রমুখ।

(একে/এসপি/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test