E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে আ’লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, বিএনপি’র কর্মসূচী স্থগিত

২০১৭ আগস্ট ১৯ ১৯:৩৯:৫৫
লালপুরে আ’লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, বিএনপি’র কর্মসূচী স্থগিত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় কর্মসূচীর আয়োজনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় বিএনপির স্মরণসভার মঞ্চ, দলীয় অফিস ভাংচুর ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। এসময় রাজ্জাক (২৫) নামে এক আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এই ঘটনা ঘটে। আহত রাজ্জাক গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া মহল্লার আব্দুল করিমের ছেলে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কর্মসূচী স্থগিতের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গৌরীপুরস্থ বাড়ী সংলগ্ন ঈদগাহ মাঠে স্মরণ সভার আয়োজন করে। সেখানে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম উপস্থিত থাকার কথা ছিল। অপর দিকে একই দিনে একই সময়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পার্শ্ববর্তী গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আহবান করা হয়। এ নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে উভয় দলের স্থানীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেল তিনটার সময় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের নিজ বাস ভবনে তার স্ত্রী ডাঃ কামরুন নাহার শিরিন এক সংবাদ সম্মেনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একদল দুষ্কৃতিকারী গৌরীপুরস্থ তাদের বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং স্মরণসভা মঞ্চ ভাংচুর ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। পরে তারা লালপুর সদরে গিয়ে বিএনপি’র অফিস ভাংচুর, মূল্যবান কাগজ পত্র ও ব্যানার ছিঁড়ে সবকিছু তছনছ করেছে। এজন্য তিনি আওয়ামীলীগকেই দায়ী করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের ছেলে ডাঃ ইয়াসির আরশাদ রাজন, মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, লালপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, যুবদল নেতা আরিফুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা।

লালপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু জানান, স্মরণ সভা ভুন্ডুল করতেই আওয়ামীলীগ শুরু থেকে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ওই কর্মসূচী স্থগিত করা হয়েছে ।

লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, বঙ্গবন্ধু শাহাদৎতের মাস উপলক্ষে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ৯৯টি ওয়ার্ডে মাস ব্যাপি আমাদের কর্মসূচী রয়েছে। তারই অংশ হিসেবে ২০ আগস্ট গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী নেওয়া হয়েছে। বিএনপি’র কোন কর্মসূচী আছে বলে তার জানা নেই। এর আগেও গত রমজান মাসে কয়েকবার বিএনপি’র ইফতার পার্টিও ভুন্ডুল হয়েছে তাদের নিজেদের অন্তর্কোন্দলে। আজকের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটলে তাদের দলের লোকরাই ঘটিয়েছে। বরং অন্যায়ভাবে রাজ্জাক নামে আ'লীগ দলের এক নিরীহ কর্মীকে মারধর করেছে বিএনপি কর্মীরা। বিএনপি অহেতুক এই নোংড়া অপ্রচার চালাচ্ছেন।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ গোলাগুলির ঘটনা অস্বীকার করে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সবাই পালিয়ে যায়।

(এলএইচ/এএস/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test