E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন

২০১৭ আগস্ট ১৯ ২১:০২:২৪
রাণীশংকৈলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা  ডিগ্রী কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন সংরক্ষিত আসন-৩০১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটা (এমপি)।

একই সাথে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উদ্বোধক সেলিনা জাহান লিটা এমপি বলেন, স্বাধীনতার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ততদিন চিরঅম্লান হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। যার আপোষহীন নেতৃত্ব এ দেশের মানুষকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছে। এ দেশের ইতিহাস থেকে তিনি কোন দিন মুছে যাবেন না। তারই আদর্শের মানষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন। পথ প্রশস্ত করেছেন উচ্চশিক্ষিত হওয়ার। পুরুষের পাশাপাশি আজ মেয়েরাও কর্মক্ষেত্রে অবদান রাখতে পারছেন গৌরবের সাথে-এ সবই প্রধানমন্ত্রীর অবদান। তিনি মেয়েদের যৌতুক-বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় মোঃ তফিলউদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মহাদেব বসাক, ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এফআই/এএস/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test