E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোটার তালিকা হালনাগাদ : টেকনাফে বৈধ ফরম ৫৩৫১

২০১৭ আগস্ট ২০ ১২:২৬:৪৭
ভোটার তালিকা হালনাগাদ : টেকনাফে বৈধ ফরম ৫৩৫১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ভোটার তালিকা হালনাগাদের ফরম যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এতে মোট ৫৯৬টি ফরম বাতিল শেষে বৈধ ফরমের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১টি। আগামী ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত তাদের ছবি তোলা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়। এদিকে টেকনাফের রোহিঙ্গাদের বিষয়টি মাথায় রেখে ফরম সরবরাহে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এবারের ভোটার তালিকা হালনাগাদে উপজেলার ৬ ইউপি ও একটি পৌরসভায় ১৭ জন সুপারভাইজার ও ৭২ জন তথ্য সংগ্রহকারী নিয়েগে দেয়া হয়েঝে। তাদের মাধ্যমে হোয়াইক্যং ইউপিতে ১ হাজার ২০৪টি, হ্নীলায় ১ হাজার ৩১টি, টেকনাফ সদরে ৯৮৩টি, সাবরাংয়ে ১ হাজার ২১৫টি, বাহারছড়ায় ৭৩৮টি, সেন্টমার্টিনে ১৩৭টি, টেকনাফ পৌরসভায় ৬৩৯টিসহ মোট ৫ হাজার ৯৪৭টি ফরম পূরণ করা হয়েছে।

এরমধ্যে যাচাই-বাছাই শেষে হোয়াইক্যং ইউপিতে ১৮০টি, হ্নীলায় ৫৮টি, টেকনাফ সদরে ১৩২টি, সাবরাংয়ে ৯০টি, বাহারছড়ায় ৭৬টি, সেন্টমার্টিনে ৫টি এবং টেকনাফ পৌরসভায় ৫৫টিসহ মোট ৫৯৬টি ফরম বাতিল করা হয়েছে।

নির্বাচন কার্যালয় জানিয়েছে বৈধ ফরমধারীদের আগামী ২০ আগস্ট থেকে ছবি তোলার কাজ শুরু হবে। ২০ আগস্ট হোয়াইক্যং, ২১ আগস্ট হ্নীলা, ২২ আগস্ট টেকনাফ সদর, ২৩ আগস্ট সাবরাং, ২৪ আগস্ট বাহারছড়া, ২৫ আগস্ট টেকনাফ পৌরসভা ও সেন্টমার্টিন ইউপিতে নতুন ভোটারদের ছবি তোলা হবে।

এবারে সারাদেশে একযোগে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগের জন্ম যাদের তাদের তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। বিগত হালনাগাদে বাদ পড়াদেরও এবারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া বাদ দেয়া হয়েছে মৃত ভোটারদের নাম।

ভোটার তালিকা হালনাগাদে টেকনাফে ১৫ ধরনের কাগজপত্র সংযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে বাবা-মা বা স্বামী-স্ত্রীর আইডি কার্ড বা মৃত্যু সনদ, জন্ম/জাতীয়তা সনদ, বিদ্যুৎ/টেলিফোন/গ্যাস/পানি ইত্যাদি বিলের কপি, পৌর কর/ ইউপি খাজনা, চৌকিদার রসিদ, বিদেশ ফেরৎ বৈধ পাসপোর্ট কপি, বসবাস ক্ষেত্রে নিজ/পিতা/দাদার মালিকানা জমির দলিল-খতিয়ান বা ওয়ারিশ সনদ।

নিকট আত্মীয় ভাই-বোন/চাচা-ফুফুর আইডি কার্ড বা চেয়ারম্যান কর্তৃক মৃত্যুর প্রত্যয়ন, সর্বশেষ ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সনদ (যদি থাকে) এবং বয়স্কদের বাদ পড়ার কারণ উল্লেখপূর্বক চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।

নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, টেকনাফে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্তমান মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ৭১ হাজার ৬৭৩ জন ও মহিলা ৭১ হাজার ৩৩৭ জন। এর সঙ্গে ৫ হাজার ৩৫১ জন নতুন ভোটার যুক্ত হলে মোট ভোটার সংখ্যা হবে ১ লাখ ৪৮ হাজার ৩৬১ জন।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test