E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কমরেড জসীম মন্ডল গুরুতর অসুস্থ

২০১৭ আগস্ট ২১ ১৮:০৭:২২
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কমরেড জসীম মন্ডল গুরুতর অসুস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযদ্ধের সংগঠক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মন্ডল (৯৭) গুরুতর অসুস্থ। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। সেখানে একটি কেবিনে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জসিম উদ্দিন মন্ডলের পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বছরাধিক কাল যাবত শয্যাশায়ী।

ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি মুক্তির মোড় এলাকায় নিজ বাড়িতে গত কয়েক মাস ধরেই অসুস্থ । তাঁর শারিরীক অবস্থার চরম অবনতি ঘটলে কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।। তাঁর কনিষ্ঠ কণ্যা আসমা আলো জানান, কথা বলার শক্তি তিনি প্রায় হারিয়ে ফেলেছেন। খুব প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলতে পারতেন না। খাবার গ্রহণের শক্তিও এখন নেই বললেই চলে। ৩-৪ দিন পর একবার সামান্য পায়খানা-প্রসাব করেন । প্রবীণ এই রাজনীতিক বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ার পর বেশ কিছুদিন আগে তার প্রসাবে সংক্রমণ হলে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে এসময় তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

ঈশ্বরদী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব জানান, প্রবীণ নেতা জসিম উদ্দিন মন্ডল কিছুদিন আগেও দলীয় জনসভাসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিয়েছেন। তার বক্তৃতা শোনার জন্য দূর-দূরান্তের লোকজন জড়ো হতো জনসভা স্থলে। সময়ের ব্যবধানে এখন সেই বক্তা কথা বলার শক্তি হারিয়ে বাকরুদ্ধ হয়ে মৃত্যুর প্রহর গুণছেন।

(এসকেকে/এএস/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test