E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় দুটি স্কুলে চালু হলো সততা ষ্টোর

২০১৭ আগস্ট ২১ ১৮:১৫:১১
কলাপাড়ায় দুটি স্কুলে চালু হলো সততা ষ্টোর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কৈশোর থেকেই স্কুল শিক্ষার্থীর মনে সততার মূল্যবোধ সৃষ্টি এবং দুর্ণীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে “সততা স্টোর” চালু করা হয়েছে। এ লক্ষ্যে সততা স্টোরে প্রদর্শন ও শিক্ষার্থীদের কাছে বিক্রির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে এসব শিক্ষা উপকরণ বিতরন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান ও দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক নীল কমল পাল। এ সময় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বিশ্বাস, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ দুই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্ণীতি দমন কমিশনের উদ্যোগে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চালু হওয়া এই সততা স্টোর থেকে বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা বিক্রির রেটচার্ট অনুসারে টাকা পরিশোধ করে শিক্ষা উপকরণ কিনতে পারবে। এরমধ্য দিয়ে শিক্ষার্থীরা এক ধরনের নৈতিকতার উন্নয়ন ঘটানোর সুযোগ পাবে।

এ ব্যাপারে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সভাপতি নম্রতা মুন জানায়, সততা স্টোরের মাধ্যমে আমাদের মনে এক ধরনের মূল্যবোধ সৃষ্টির সুযোগ হয়েছে। সৃষ্টি হবে নিজেদের মনে এক ধরনের দায় বোধ। দুর্ণীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

(এমকেআর/এএস/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test