E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে যুবলীগের আলোচনা সভা

২০১৭ আগস্ট ২১ ২১:৪৬:০৭
ত্রিশালে যুবলীগের আলোচনা সভা

ত্রিশাল প্রতিনিধি : ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে ময়মনসিংহের ত্রিশালে পৌর যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। পৌর যুবলীগের সভাপতি সাইফুল আলম শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান সান্ত প্রমুুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন সরকার বলেন, স্বাধীনতার সময় বিরোধীতা, ৭৫ এর পনের আগষ্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সুত্রে গাথা। ষড়যন্ত্রকারীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাফল্যে ইষার্নিত হয়ে ঐ জামায়াত বিএনপির সন্ত্রাসীরা নানা ভাবে হত্যার চেষ্টা করেছে। ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা মৃত্যুকে ভয় পায়না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরন বাঙ্গালী জাতির মুক্তির আন্দোলন করে গেছেন। তারই সুযোগ্য কন্যা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়েছেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জামায়াত বিএনপিকে প্রতিহত করতে মুজিবের আদর্শে গড়া সৈনিকেরা রাজপথের স্বতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রই এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেনা। সমাবেশ শেষে নিহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(এমএন/এএস/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test