E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যার্তদের সাহায্যে চুয়াডাঙ্গার টিমের নওগাঁ যাত্রা

২০১৭ আগস্ট ২২ ১৫:৫৭:৫৮
বন্যার্তদের সাহায্যে চুয়াডাঙ্গার টিমের নওগাঁ যাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা থেকে এই প্রথম একটি টিম গেছে বন্যাত্রদের সাহায্য নিয়ে।

আজ দুপুরে দিকে টিমটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর ত্যাগ করে। টিমটি আজ নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করবে ৩৫০টি পরিবারের মধ্যে। প্রতিটি পরিবারে জন্য থাকছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচশ’ গ্রাম করে তেল ও লবন। এয়াড়াও থাকছে খাবার স্যালাইন ও প্রথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ।

জানা যায়, দেশব্যাপী প্রায় ২১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অসংখ্য মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। লাখ লাখ মানুষ খাদ্যা অভাবে পরেছেন। দেশের বিভিন্ন অব্জল থেকে বন্যার্তদের সাহায্যে জন্য এগিয়ে যাচ্ছে মানুষ। চুয়াডাঙ্গা জেলা থেকেও গতকাল সোমবার একটি টিম ৪৫ মন চাল, ৯ মন ডাল, ১৭৫ লিটার তেল ও ১৭৫ কেজি লবন এবং খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ সংগ্রহ করে। এ সকল জিনিস চুয়াডাঙ্গা শহর, জীবননগর, দর্শনা, ফরিদপুর, রাজবাড়ির বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান চাল, ডাল, তেল ও অর্থ দিয়ে সহযোগিতা করেন। ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করে জেলার ইয়াং জেনারেশনের প্রাণের সংগঠণ ক্যাপ।

ত্রাণ বিতরণে সঙ্গী হয়েছে ক্যাপ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মুছা করিম রিপন, ভাইস প্রেসিডন্ট সাইফুল ইসলাম মুসা , ঢাকা কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান, কুষ্টিয়ার কমিটির সদস্য আব্দুলøাহ আল মাহদী , সালমান শাহাদাত, শামীম হুসাইন ও মেহেদী হাসান। ক্যাপের সদস্যরা চুয়াডাঙ্গা রাজবাড়ী ,ফরিদপুর এলাকা বাসীর সহায়তায় ত্রণ সংগ্রহ করে।

(টিটি/এসপি/আগস্ট ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test