E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৈশকোচে ডাকাতি

গোবিন্দগঞ্জে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

২০১৭ আগস্ট ২২ ১৬:৩৮:৪৬
গোবিন্দগঞ্জে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নৈশ কোচের নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, সোমবার রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ এন্টার প্রাইজেরএকটি নৈশকোচে (ঢাকা মেট্রো: -ব- ১৪-৯৯৩৭) ডাকাতি সংঘটিত হয়। নৈশ কোচটি গোবিন্দগঞ্জের মৌসুমী তেলের পাম্পের কাছে পৌছিলে যাত্রী বেশে উঠা একদল ডাকাত অস্ত্রের মুখে জোর করে ড্রাইভারকে সরিয়ে কোচের নিয়ন্ত্রণ নিয়ে কোচ চালাতে থাকে।

এসময় ডাকাত দলের অপর সঙ্গীরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এরপর ডাকাতরা কালিতলা-ফাঁসিতলার মাঝে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে কোচ থেকে নেমে পালিয়ে যায়।

দিনাজপুর হানিফ কাউন্টারের ম্যানেজার বেলাল হোসেন ডাকাতির বিষয়টি স্বীকার কওে জানান, যাত্রী বেশে ডাকাতরা দিনাজপুর থেকে ২জন, আমবাড়ী থেকে ৩ জন ও বিরামপুর থেকে ২জন উঠে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।

(এসআরডি/এসপি/আগস্ট ২২, ২০১৭)



পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test