E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে মাদক বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল শিক্ষার্থীরা

২০১৭ আগস্ট ২২ ১৯:৩৬:৫৩
ত্রিশালে মাদক বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল শিক্ষার্থীরা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : মাদক মুক্ত সোনার বাংলা গড়ার লক্ষে ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় মহিলা কলেজ মিলনায়তনে মাদক, বাল্যবিয়ে ইভটিজিং প্রতিরোধে শপথ নিলেন শিক্ষার্থীরা।

ত্রিশাল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত শপথ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) আল আমীন। বক্তব্য রাখেন ওসি জাকিউর রহমান, ভাইস প্রিন্সিপাল শফিকুল ফেরদৌস, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ নির্মূলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে জেলা পুলিশের তত্বাবধানে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বিডি পুলিশ হেল্প লাইন অ্যাপ্স এর মাধ্যমে সমাজের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গীবাদ সর্ম্পকে পুলিশকে সহায়তা প্রদান ও নাগরিক সুবিধা প্রাপ্তির জন্য তথ্য প্রদান বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শিত হয়।

এ ব্যাপারে ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল আমিন বলেন, মাদকের কালো থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটা শিক্ষা প্রতিষ্টানে আমাদের কাজ করতে হবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আগামী তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পুলিশকে সহযোগিতা করলে আমরা এ দেশকে জঙ্গিবাদ, মাদক বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে পারব।

(এমএন/এএস/আগস্ট ২২, ২০১৭)


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test