E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি সচিবকে লাঞ্ছনা : আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

২০১৭ আগস্ট ২৪ ১২:০৪:৫৯
ইউপি সচিবকে লাঞ্ছনা : আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন পরিষদ সচিবকে লাঞ্ছিত ও মারপিটের অভিযোগে ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

গত মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটলে, রাতেই নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে বুধবার বিকেলে সংবাদ কর্মীরা বিষয়টি জানতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিঝারী ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের মেম্বার নিয়ামত মৃধা এক ব্যক্তির জন্মনিবন্ধন সনদ আনতে যান ইউপি সচিব মলিনা নাসরিনের কাছে। ওই ব্যক্তির বয়স ও ঠিকানা ভিন্ন হওয়ায় সচিব জন্মনিবন্ধন সনদ দিতে অস্বীকার করেন। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

তর্ক শুনে সেসময় বিঝারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম চৌকিদার সচিবের কক্ষে প্রবেশ করেন এবং জন্মনিবন্ধন সনদ দিতে চাপ প্রয়োগ করেন। এসময় জানে আলম সচিব মলিনাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। মলিনা প্রতিবাদ করলে তাকে কক্ষে থাকা প্লাস্টিকের চেয়ার দিয়ে মারতে থাকেন জানে আলম।

পরে মলিনার চিৎকার শুনে ইউপি সদস্যরা এসে জানে আলমকে কক্ষের বাইরে নিয়ে যায়। এ ঘটনায় সচিব মলিনা নাসরিন বাদী হয়ে মঙ্গলবার রাতে নড়িয়া থানায় জানে আলম চৌকিদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বিঝারী ইউপি সদস্য নিয়ামত মৃধা বলেন, সচিবের সঙ্গে আমার তর্ক হচ্ছিল। কিন্তু জানে আলম ভাই কিসের জন্য সচিবের সঙ্গে এমনটা করলেন বুঝলাম না।

এ ব্যাপারে বিঝারী ইউপি সচিব মলিনা নাসরিন বলেন, আমি বিচার পাওয়ার আসায় থানায় মামলা করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত বিঝারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জানান, ইউপি সচিব মলিনা নাসরিন দুই বছর যাবৎ বিঝারী ইউনিয়ন পরিষদে কর্মরত আছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন কাজে অতিরিক্ত ফি আদায় করেন। ঘটনার দিন ইউপি সদস্য একজনের জন্মনিবন্ধন করতে গেলে সে ৮০০ টাকা চায়, আমি প্রতিবাদ করি। তাই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

বিঝারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, জানে আলম চৌকিদার আমার পরিষদের সচিবকে মারধর করেছে। তিনি বড় অন্যায় করেছেন। এটার একটি বিচার হওয়া প্রয়োজন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, বিঝারী ইউনিয়ন পরিষদ সচিবকে লাঞ্ছিত ও মারপিটের ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test