E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে আজ গণতন্ত্র নেই: নজরুল ইসলাম

২০১৪ এপ্রিল ১১ ১৬:১০:০৬
দেশে আজ গণতন্ত্র নেই: নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। কিন্তু সেই গণতন্ত্র আজ দেশে নেই।

তিনি বলেন, কৃষকরা ন্যায্য মূল্য পায় না। শ্রমিকরা বেতন পায় না। বেকারের সংখ্যা বাড়ছে। যানজটে অতিষ্ট নগরবাসী, বিদ্যুৎতের সংঙ্কটে হয়রানি হচ্ছে দেশের মানুষ। প্রতিদিন যে হারে খুন- গুম হচ্ছে, তাতে একটু নিশ্চিন্তে ঘুমানোর উপায় নেই।


জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার সকালে স্বেচ্ছাসেবক দলের (মহানগর উত্তর) উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। কিন্তু সেই গণতন্ত্র আজ দেশে নেই। কৃষকরা ন্যায্য মূল্য পায় না। শ্রমিকরা বেতন পায় না। বেকারের সংখ্যা বাড়ছে। যানজটে অতিষ্ট নগরবাসী, বিদ্যুৎতের সংঙ্কটে হয়রানি হচ্ছে দেশের মানুষ। প্রতিদিন যে হারে খুন- গুম হচ্ছে, তাতে একটু নিশ্চিন্তে ঘুমানোর উপায় নেই।

নজরুল ইসলাম খান বলেন, ভোটবিহীন এ সরকারের আমলে এবং গণতান্ত্রিকভাবে সরকার ব্যবস্থা না করা হলে সোহেলসহ বিএনপির কোনো নেতাই মুক্তি পাবে না। বরং সবাইকে জেলে যেতে হবে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাংলাদেশের এমন কোনো জেলখানা, হাসপাতাল ও আদালত নেই যেখানে বিএনপির নেতা-কর্মীরা নেই। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

তিনি বলেন, যে সরকার নির্বাচনে জেতার জন্য অর্ধেকের বেশি আসনে ভোটারবিহীন নির্বাচিত ঘোষণা করে সেই সরকার বৈধ সরকার নয়। আমাদের বিরুদ্ধে শুধু গ্রেফতারি পরোয়ানা বেড়েই চলছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আলোচনা যথেষ্ট নয়। আন্দোলনের বিকল্প নেই।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ঢাকা মহানগরে থাকেন অথচ উন্নত করার চেষ্টা করেন না।

সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। আমাদের সংগঠিত হবে। বিএনপি আন্দোলন কাকে বলে তা মাঠে প্রমাণ করবে বলে জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, সাংগঠনিক সম্পাদাক শফিউল বারী বাবু, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের (দক্ষিণ) আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপন, সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান আলীম প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test