E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই : কাদের

২০১৭ আগস্ট ২৪ ১৭:৫০:৪৯
ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। গেলো ঈদে মহাসড়কে তেমন কোন যানজট ছিল না। এবারো মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে যে কোন মূল্যে মহাসড়ক সচল রাখা হবে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারনে বিভিন্ন পয়েন্টে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও মহাসড়কগুলো ভালো অবস্থায় রয়েছে। তবে রাতের বেলায় যানবাহনে চাঁদাবাজির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। শীঘ্রই এসব নিয়ন্ত্রন করা হবে।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদে যানজটমুক্ত থাকবে এবং মানুষকে ভোগান্তিতে পোহাতে হবে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ মন্তব্য করেন। এর আগে সেতুমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা ঘুরে দেখেন এবং টোলপ্লাজা নিয়ন্ত্রণকারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(এমএনইউ/এসপি/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test