Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শরীয়তপুরের জাজিরায় জাতীয় শোক দিবস পালন

২০১৭ আগস্ট ২৫ ১৭:২০:২৭
শরীয়তপুরের জাজিরায় জাতীয় শোক দিবস পালন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় উপজেলা পরিষদের আয়োজনে শোক র‌্যালি, দোয়া ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় শোকদিবস পালন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাজিরা উপজেলা পরিষদ শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের বাসভবন থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাষ্টার মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সাংসদ এ্যাড. নাভানা আক্তার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা পরিষদের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ আগস্টে ঘাতকদের নির্মম হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু সহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ জুমা মোবারক আলী সিকদারের বাসভবনে এক গণভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে ভুমিকা রাখার জন্য আহবান জানান। তারা জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে আরও বলেন, আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

(কেএনআই/এএস/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test