E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

৪র্থ দিনের মতো যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০১৭ আগস্ট ২৬ ১২:৫৮:২৮
৪র্থ দিনের মতো যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি : টানা ৪র্থ দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার সকাল থেকে সারারাত থেমে থেমে যানজট থাকলেও শনিবার সকাল থেকে গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুর রহমান জানান, আসন্ন ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এ কারণে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। এরফলে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ।

(ওএস/এসপি/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test