E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও ফ্রি-মেডিকেল ক্যাম্প

২০১৭ আগস্ট ২৬ ১৭:২৮:১৮
গাইবান্ধায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও ফ্রি-মেডিকেল ক্যাম্প

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের বন্যা গত ২১ আগস্ট থেকে সাতদিন ধরে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ৩ হাজার ১শ’ রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। বেসরকারি সংগঠন গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্র এইসব ত্রাণ সামগ্রী ও ফ্রি মেডিকেল টিমের আয়োজন করেন।

উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিমবাজার, সদর উপজেলার বাগুড়িয়া বন্যা আশ্রয় কেন্দ্র, বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রেলগেট, উড়িয়া ইউনিয়নের হাজিরহাট জরুরী মেডিকেল টীমের মাধ্যমে ফ্রি-চকিৎসা সেবা প্রদান করা হয়।

বর্তমানে এই ফ্রি মেডিকেল টিম অব্যাহত রয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ ওমেডিকেল টীমে যারা সহায়তা করছেন ডাঃ তৌহিদ মাহমুদ ডাঃ তারেক হাসান, ডাঃ বুলবুল আহম্মেদ, সিনিয়ার প্যরামেডিক সুস্মিতা সুতার, মিনা আক্তার, মোঃ আতিকুর রহমান, নাজনীন, পিন্জুয়ারা, মোঃ মোশারফ হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক, ড. ইছাহাক আলী, গবেষনা সহযোগী, কাওছার আলী রেজা আঞ্চলিক পরিচালক প্রমুখ।


(এইচআইবি/এসপি/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test