E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ডেমরায় ডিএনডিবাসীর মানববন্ধন

২০১৭ আগস্ট ২৬ ১৭:৪৭:৩৪
ডেমরায় ডিএনডিবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাধেঁর জলাবদ্ধতা নিষ্কাশন না হওয়া পর্যন্ত কোন রকমের কর না দেবার দাবিতে ডেমরায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডিএনডি এলাকার ছাত্র ও যুবসমাজ।

শনিবার দুপুরে ডেমরা সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকমাস যাবৎ ডিএনডি এলাকায় বসবাসকারী জনসাধারণ জলাবদ্ধতায় দুর্বিসহ জীবনযাপন করছে। এলাকার অসংখ্য রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। অসংখ্য স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, পানিতে তলিয়ে যাওয়ার কারনে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন-জাকির মাহমুদ, মোঃ শরাফউদ্দিন, মাহমুদুল হাসান, জাহিদ হাসান, ওয়াহিদুল জামান তনয় সহ ডিএনডি এলাকার কয়েকশ’ মানুষ।

(এমএনইউ/এসপি/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test