E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার শহরে বাড়ছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ!

২০১৭ আগস্ট ২৬ ১৮:১২:৪৯
মৌলভীবাজার শহরে বাড়ছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ!

আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আর সাপ্তাহখানিক পরই সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে স্বজনদের সাথে ঈদ কাটানোর উদ্দেশে নাড়ীর টানে কেউ কেউ গ্রামের উদ্দেশে শহর ছাড়ছেন আবার কেউ কেউ শহরমূখী হচ্ছেন। প্রবাসী অধ্যুসিত ও পর্যটন জেলা মৌলভীবাজারে নিজের আত্মীয়দের সাথে নিরাপদ ঈদ উৎসবে সামিল হতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে একা কিংবা স্বপরিবারে প্রবাসীর আসছেন পবিত্র ঈদ যাত্রায় শামিল হতে, উদ্দেশ্য একটাই, তা হলো নিরাপদ ঈদ যাত্রা। প্রশ্ন হলো এই ঈদ যাত্রাকে সফল ও নিরাপদ করতে কতটা প্রস্তুত মৌলভীবাজার?

সরজমিনে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে মৌলভীবাজার শহরের পৌর এলাকার বিভিন্ন সড়কে ঈদকে সামনে রেখে বাড়ছে প্রচন্ড জানজট। জানজটের কারণে এসব সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন সরকারি-বেসরকারী অফিস আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী সহ সাধারণ মানুষ পড়ছেন প্রচ- দুর্ভোগে। শহরের এম সাইফুর রহমান সড়ক, পশ্চিমবাজার, চৌমুহনা, আদালত সড়ক, শাহমোস্তফা সড়কসহ শ্রীমঙ্গল সড়কে সবচেয়ে বেশি যানজটের শিকার হচ্ছেন মানুষজন। যানজটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন অফিস আদালতের কমকর্তা-কর্মচারী সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কারণ সময়মতো নিজ কর্মস্থলে উপস্থিত না হতে পারা। দিনে কিংবা রাতে এমনকি সাপ্তাহে বন্ধের দিন এবং রাতেও উল্লেিেখত সড়ক সমূহে জানজটের শিকার হতে হচ্ছে চলাচলকারী সাধারণ মানুষদের । জানজটের পাশাপশি দুর্ভোগ বাড়ছে সাইফুর রহমান সড়কে একটু পর পর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হওয়ার কারণে। এ সড়কের যেসব জায়গায় খানাখন্দ সেসব জায়গায় সাময়িক জোড়াতালি দিয়ে যান চলাচলের উপযোগি করা গেলেও বৃষ্টির কারণে আবার তা উঠে গিয়ে নতুন করে খানাখন্দ তৈরি হচ্ছে। অপরদিকে শহরের বিভিন্ন ফুটপাত সাধারণ মানুষের নিরাপদ পথ চলাচলের জন্য করা হলেও তা আবার ছোটখাটো হকারদের কারণে বেদখল হয়ে যাচ্ছে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্ট্যান্ড থাকার কারণে জানজট বেশি তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে। মাঝে মধ্যে ফুটপাত থেকে হকার উচ্ছেদ হলেও কিছুদিন পর তা আবার পুর্বের অবস্থায় ফিরে যায়।

অন্যদিকে নিজেদের লোকবল ও সার্বিক সীমাবদ্ধতা থাকার পরও শহরের সবগুলো সড়ক জানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগও হিমশিম খাচ্ছে। প্রচন্ড রোদর মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা নিজের ঘাম ঝরিয়ে এসব জানজট থেকে শহরকে সাভাবিক রাখতে ও মানুষের নিরাপদ পথচলার পথ প্রশস্ত্র করতে কাজ করছেন তারা।

মৌলভীবাজার শহরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জন এসআই কামরান হাসান রিয়াদ জানান, মূলত মৌলভীবাজার শহরে হঠাৎ করে যানজটের অন্যতম কারণ হচ্ছে, চালকদের অসেচতনতা, আইনকানুন না মেনে নাগরিকদের নিজেদের খোয়ালখুশি মতো যত্রতত্র গাড়ি পার্কিং ইত্যাদি।

তিনি বলেন, বিপনী বিতান এমবি ক্লথষ্টোর ও বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরসহ শহরে বড় বড় শপিংমল গুলোতে নেই কোন পার্কিং ব্যবস্থা পাশাপাশি শহরে সড়কগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় বেড়ে গেছে অতিরিক্ত যানবাহন আর এসব কারণেই মূলত এই শহরে বাড়ছে যানজট।

(এমকে/এএস/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test