E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৭ আগস্ট ২৭ ১৩:২৭:৩৫
কেন্দুয়ায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমরেন্দ্র বিশ্বশর্মা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে 'বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ' শীর্ষক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ আগষ্ট) দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রতিযোগীতায় কেন্দুয়া ডিগ্রী কলেজ, জয়হরি স্প্রাই সরকারি উচচ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, সাজিউড়া উচ্চ বিদ্যালয় ও রায়পুর পিজাহাতী দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ রাজারবাগ পুলিশ লাইনস ঢাকার সভাপতি বিরোচিত মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া। এতে মুখ্য আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধা বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে গেলেই বঙ্গবন্ধুর নাম সর্বাগ্রে চলে আসবে। তাছাড়া বাংলাদেশের নাম নিতে হলেই বঙ্গবন্ধুর নাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন সরকার রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক মো: খায়রুল আলম রফিক, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মোতাহার আলম চৌধুরী, নেত্রকোনা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, কথা সাহিত্যিক হাবিব আল আজাদ, কেন্দুয়া সাহিত্য সংসদের সভাপতি এ্যাডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপ ও পৌর আ.লীগের সভাপতি কামরুল হাসান ভূঞা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য, বেতার ও টিভি শিল্পী প্রদীপ পন্ডিত। এরপর জাতির পিতা ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নেহাল হাফিজ। বঙ্গবন্ধুর ভাষণ দেন আফনান ভূঞা নাবিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে গীতিকার ফজলুর রহমান রচিত সংগীত সরোবর গ্রন্থ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব ছিলেন কথা সাহিত্যিক হাবি আল আজাদ, এ্যাডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপ, প্রেসক্লাব নান্দাইলের সহ-সভাপতি অরবিন্দু পাল ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল।

(এসবি/এসপি/অ/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test