E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুফলভোগীদের পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর’

২০১৭ আগস্ট ২৭ ১৩:৩৮:৫৯
‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুফলভোগীদের পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর’

মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়া সুফলভোগীদের পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর। সর্ভিসের ২ বছর শেষ হলেও ওই সকল বেকার যুবক-যুবতীদের চিন্তার কিছু নেই। তাদের স্বাবলম্বী ও আত্ম কর্মী হওয়ার জন্য ঋণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর ও কর্মসংস্থান ব্যাংক।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্রতা বিমোচনের জন্য প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থানের ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২৫ থেকে ৩৫ বছর বয়সি বেকার যুবকদের কর্মসংস্থার সৃষ্টির জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রবর্তন করেন। প্রধানমন্ত্রী এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব যুবমন্ত্রনালয়কে।

তিনি (প্রধানমন্ত্রী) আমাদের উপর যে বিশ্বাস রেখেছিলেন তা বাস্তবায়ন করছি উল্লেখ করে তিনি আরো বলেন, ন্যাশনাল সর্ভিসে অংশ নেয়া সদস্যদের পাশে আসে যুব উন্নয়ন অধিদপ্তর। আপনারা কাজ করলে সমৃদ্ধ হবে।

তিনি গতকাল (শনিবার) দুপরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর.এ.কে.এইচ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি শেষে সুবিধাভোগী যুবকদের সাথে মতবিনিময় ও সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক প্রশাসন শিশির কুমার রায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাছান খান, জেলা প্রশাসক আতিকুর রহমান ও পুলিশ সুপারমুনিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, মহম্মদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নূরুজ্জামান,যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও অধ্যাপক বিপ্লব রেজা বিকো।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন ‘একজন বিচারপতির দেওয়া রায় নিয়ে কথা বলে বিএনপি রাজনীতির মাঠ গরম করে ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। তাই তারা মানুষের (বিএনপি) সামনে আসতে পারে না।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। কোন ঘড়যন্ত্র করে লাভ হবে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জনগণ আছেন। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এজন্য তিনি নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় উপজেলার ৯১৫জন সুবিধাভোগী যুবক ও যুব মহিলাদের মধ্যে সঞ্চয় ফেরত হিসেবে ৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test