E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২০১৭ আগস্ট ২৭ ১৭:০৫:৩৪
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে ১০টি পদে মশিউর-প্রমতোষ ও দীপক-ফারুক প্যানেলে ২০ ও স্বতন্ত্র প্রাথী হিসেবে ১জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং অফিসার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, এ নির্বাচনে তালিকাভূক্ত ৩৯০ জন ভোটারের মধ্যে ৩২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে শাহ মশিউর রহমান ২২৯ ও খাজা সুজন ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। ওই পদে তাদের নিকটতম প্রতিদ্ব›িদ্ব দীপক কুমার পাল ৭৯ ও বিলকিছ বানু ৬৫ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে প্রমতোষ সাহা ২৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল্লা কবির ফারুক ৫৮ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে হোসেনুল ইসলাম চুনি ২৩৯ ও মাসুদুল হক ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের নিকটতম মাসুদ মেহেদী ৮৮ ও অপু রোমিও ৬১ ভোট।

অপরদিকে ৫টি সদস্য পদে সর্বোচ্চ ২২৫ ভোট নির্বাচিত হয়েছেন অমিতাভ দাশ হিমুন, মাহাবুবুল আলম ১৯৭, সাজ্জাদ চৌধুরী ১৮৮, রেজাউন্নবী রাজু ১৮১ ও দেবদাস রায় ১৭১ ভোট। সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বিরা ভোট পেয়েছেন যথাক্রমে রাগিব হাসান সন্টু ১২৫, আরিফ হোসেন ১১৩, নুর হাসান ৬৬, মোক্তাদির রহমান রোমান ৬২ ও শাকিল আহমেদ ৬১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে সোহেল রানা ভোট পান ৬৯।

(এইচআইবি/এসপি/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test