E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এ বছরের লুটপাট সব কিছুকে হার মানিয়েছে’

২০১৭ আগস্ট ২৭ ১৯:৩৮:২৬
‘এ বছরের লুটপাট সব কিছুকে হার মানিয়েছে’

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে জুড়ি উপজেলায় বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বিএনপি সবসময় বন্যার্তদের পাশে আছে।

বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আমাদের কোন এমপি মন্ত্রী লুটপাট করে নাই, আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে লুটপাট হয়েছে। যতবার বন্যা হবে ততবার বিদেশ থেকে রিলিফ আসবে আর আওয়ামীলীগ ততবার লুটপাট করবে। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রীর নামে আওয়ামীলীগ হরিলুট করছে। তিনি বলেন নিজ চোখে ৭৪ সালের দুর্ভিক্ষ আমি দেখেছি। ৭২, ৭৪ এর লুটপাটও আমি দেখেছি। এবছর লুটপাট সব কিছুকে হার মানিয়ে গিয়েছে। যে ভাবে লুটপাট হয়েছিল এই বন্যায়ও তেমনি লুটপাট হচ্ছে।

তিনি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ নেতাদের লুটপাট বিএনপির সকল নেতাকর্মীদের প্রতিহত করতে হবে। বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কালে কোন প্রকার দুর্নীতি হলে বিএনপির কর্মীরা তা প্রতিহত করে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে।

রবিবার বিকেলে জুড়িতে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখা পৃথক স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রেজা ও নাসির উদ্দিন মিঠু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

(একে/এএস/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test