E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চর মহিউদ্দিন আশ্রয় প্রকল্পে চলছে নানা অনিয়ম!

২০১৭ আগস্ট ২৭ ১৯:৫১:০৫
চর মহিউদ্দিন আশ্রয় প্রকল্পে চলছে নানা অনিয়ম!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্নচর উপজেলা ৫নং চর জুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে  ২০০০- ২০০১ বাংলাদেশ সরকার আশ্রয়হীনদের জন্য চর মহিউদ্দিন  মোজার ৮২ একর ভূমি ৮০০ আটশত পরিবারের বসবাসের জন্য আশ্রয় প্রকল্পটি গড়ে তুলেন সেই থেকে ৮০০ আটশত ভূমিহীন অসহায় পরিবার মাথা গুজার ঠাই পান  ২০০০ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত ঐ পরিবার গুলি বসবাস করে যাচ্ছে। ২০১০ সালে থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের জায়গা দাবি করে ভূয়া নথি দেখিয়ে বহিরাগত কিছু ব্যাক্তিকে প্রলোভনে পেলে ভূমি বিক্রির রমরমা বাণিজ্য মেতে উঠেছে। আশ্রয় প্রকল্পের বাসিন্দা সেকান্দার অভিযোগ করে বলেন,  আশ্রয়হীনদের জন্য বরাদ্বকৃত ৮২ একর সরকারী ভূমি দিন দিন দখল করে নিচ্ছে স্থানীয় একটি মহল। প্রতিবাদ করলে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয় প্রকল্পের আরেক বাসিন্দা বলেন, চর মহিউদ্দিন গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র ইউসুপ, (৪০) মৃত তাসির মাঝির পুত্র কাসেম মাঝি, (৪৫) মৃত আব্দুল মোতালেবের পুত্র আজাদ, (৩৫) মৃত সিঙ্গেল মাঝির পুত্র হেঞ্জু, সিরাজের পুত্র রহিম, বিগত ৩ (তিন) বছর ধরে আশ্রয় প্রকল্পের বাহিরের জায়গা বলে ভূয়া নথি দেখিয়ে বহিরাগতদের কাছে সরকারী ভূমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। হাতিয়া উপজেলার জাহাজ মারা গ্রামের হাজ্বী মাহবুবুর রহমানের পুত্র আবু তাহের ৮ মাস আগে অভিযুক্ত ইউছুপ থেকে আধকানির ও বেশি ভুমি ১২ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন কিন্তুু দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও আবু তাহেরকে দলিল দিতে পারিনি কথিত জমির মালিক অভিযুক্ত ইউছুপ, আশ্রয় প্রকল্পের আরেক বাসিন্দা জানান অভিযুক্ত ইউফুপ আবু তাহেরের কাছে যে জায়গাটি বিক্রি করছেন সেটি আশ্রয় প্রকল্পের জন্য প্রস্তাবিত সরকারি কমিউনিটি ক্লিনিকের জন্য বরাদ্বকৃত জায়গা। আশ্রয় প্রকল্পে বসবাস কারিরা জানান ইউছুপ বিএনপি সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ের চর মহিউদ্দিনে বিএনপির নিজের প্রভাব বিস্তার করেন সে থেকে তিনি যে সরকার ক্ষমতায় আসে সে দলে যোগ দিয়ে দলের প্রভাব খাটিয়ে নামে বে-নামে সরকারি ভূমি বিক্রি বানিজ্য মেতে উঠেছে, ভূক্তভোগি আবু তাহের অভিযোগ করে বলেন ৮ মাস আগে আমি ১২ লক্ষ টাকা দিয়ে ইউছুপের কাছ থেকে ভূমিটি কিনেছিলাম কিন্তু আজ পর্যন্ত আমাকে কথিত ভূমির মালিক ইউছুপ ভূমি দলিল দিতে পারিনি, দলিল দেয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা করছেন এবং হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে ভূমি কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি জানান কেউ যদি অগোচরে কাউকে প্রলোভনে পেলে সরকারি ভূমি বিক্রি করে তাহলে তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন, এবং এধরনের বেচা বিক্রিতে কেউ দলিল দেখাতে পারবেন না, বিষয়টি নিয়ে এ কর্মকতার সাথে আলাপ করা অবস্থায় তিনি বিষয়ট মুঠো ফোনের মাধ্যমে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন এবং ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যাপ নিয়ে স্বরজমিনে গিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে আভিযুক্ত ইউছুপের সাথে কথা বললে তিনি বলেন তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা তিনি আবু তাহের নামে কোন ব্যাক্তিকে চেনেন না, এর আগে অন্যদের কাছে ভূমি বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব জায়গার মালিক আমি এসব জায়গার কাগজ পত্র আমার কাছে আছে, কিন্তুু কোন কাগজ পত্র তিনি দেখাতে পারেননি। অসহায় মানুষের মাথা গোজার ঠাঁই টুকু বিক্রি বানিজ্য মেতে উঠাই আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের মাজে খোভের সৃস্টি হচ্ছে। তারা অতিদ্রুত এসব অত্যাচারী ভূমি দখলদারদের ব্যাবস্থা নিতে দুদক, স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।

(এমআইইউএস/এএস/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test